Tuesday, October 18, 2016

সিজিপিএ & বিভাগ


বর্তমান সিজিপিএ সংক্রান্ত বিষয়ে অনেকের-ই জিজ্ঞাসা থাকে, সিজিপিএ কত পেলে কোন  বিভাগ ধরা হয়?
CGPA

Friday, October 14, 2016

AMIE Subjects Section-A

Civil Engineering Section-A

1 Mathematics -I 
2 Physics 
3 Engineering Mechanics 
4 Basic Fluid Mechanics 
5 Mathematics –II 
6 English and Economics 
7 Strength of Materials 
8 Surveying(Rename & Updating) 
9 Engineering Drawing 
10 Engineering Materials 

এএমআইই-এর নতুন কিছু নিয়ম

* এক টার্মে ৪ টি কোর্সের বেশি পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না ।

* সেকশন-এ তে ৮ টি কোর্সের পরিবর্তে কোর্স সংখ্যা ১১ টি , সেকশন-বি তে কোর্স সংখ্যা ৮ টির পরিবর্তে ১১ টি ।

The Institution of Engineers, Bangladesh (IEB)

IEB
The Institution of Engineers, Bangladesh (IEB) is the most prestigious National Professional Organization of the country.

AMIE (Associate Member of Institution of Engineers)


AMIE(Associate Membership of the Institution of Engineers) হলো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব, বাংলাদেশ (আইইবি) পরিচালিত একটি পরীক্ষার নাম, যে পরীক্ষায় উত্তীর্ণ হলে আইইবি-র মেম্বারশিপ দেওয়া হয় এবং একই সাথে ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন কমপ্লিটের সার্টিফিকেট দেওয়া হয়, যার মাধ্যমে আপনি নিজেকে একজন "প্রকৌশলী" হিসেবে গড়ে তোলার সুযোগ পেয়ে থাকেন ।