Friday, October 14, 2016

এএমআইই-এর নতুন কিছু নিয়ম

* এক টার্মে ৪ টি কোর্সের বেশি পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না ।

* সেকশন-এ তে ৮ টি কোর্সের পরিবর্তে কোর্স সংখ্যা ১১ টি , সেকশন-বি তে কোর্স সংখ্যা ৮ টির পরিবর্তে ১১ টি ।
 

*সিভিল ইঞ্জিনিয়ারিং এর - সেকশন -এ তে, "কেমিস্ট্রি", "ইংলিশ এন্ড ইকোনমিক্স" সাবজেক্ট যুক্ত করা হয়েছে,       জিওডেসি কোর্সের নাম পরিবর্তন করে "সারভেয়িং" করা হয়েছে এবং কোর্সের বিষয়বস্তু- আপডেট করা হয়েছ ।

* ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর নাম পরিবর্তন করে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং রাখা হয়েছে ।

*  ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদেরকে "ইঞ্জিনিয়ারিং মেকানিক্স" কোর্স পড়তে হবে না । অতিরিক্ত "ইঞ্জিনিয়ারিং ড্রয়িং", "কেমিস্ট্রি", "ইংলিশ এন্ড ইকোনমিক্স" সাবজেক্ট যুক্ত করা হয়েছে । 

*  ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স কোর্স-এর পরিবর্তে "ম্যাথমেটিক্স-১" এবং "ম্যাথমেটিক্স-২" করা হয়েছে ।

*  মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর - সেকশন -এ তে, "কেমিস্ট্রি", "ইংলিশ এন্ড ইকোনমিক্স" সাবজেক্ট যুক্ত করা হয়েছে, আর কোন পরিবর্তন আনা হয়নি । ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স কোর্স-এর পরিবর্তে "ম্যাথমেটিক্স-১" এবং "ম্যাথমেটিক্স-২" করা হয়েছে । 

No comments:

Post a Comment